জাতিসংঘ আয়োজিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৬৮ তম অধিবেশনে যোগদান এবং বাংলাদেশ তথা বিশ্বের নারী ক্ষমতায়নের লক্ষ্যে বক্তব্য প্রদানের জন্য পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসেনে -আরা বেগম কে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি গতকাল ৬ এপ্রিল শনিবার বিকেলে সংবর্ধনা প্রদান করে। জাতিসংঘের এ অধিবেশনে প্রফেসর ড. হোসনে -আরা বেগম বলেন 'বিশ্বব্যাপী ১০.৩ শতাংশ নারীকে চরম দারিদ্র্যতায় রেখে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন সম্ভব না।
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়ন হলেও জেন্ডার অসমতা থাকায় এখনো অনেকেই দারিদ্র্য সীমার নীচে বসবাস করে। তাই নারীর উন্নয়নে নারী কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও অর্থায়ন জরুরি'। অনুষ্ঠানে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি'র উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন প্রফেসর ড. হোসনে -আরা বেগমের এই অবদানে অন্য অনেকের মতো পুণ্ড্র ইউনিভার্সিটিও গর্বিত। এসময় তিনি হোসনে - আরা বেগমের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।